13 February 2019

কুধু দোল *বি.বি চাঙমা মেয়েরেগা(১৮০)

১৭কুধু দোল?

২৫/১১/১৩ সোমবার বেল্যা ৩:৩০ বাজি

দোল দোল কি দোল?
কেয়্যা না মন দোল?
কাম না কধা দোল?
আহ্ঝি না কানানি দোল?
খুঝি না বেজার দোল?
চালাক না গ্যেনি দোল?
ফুল না পেইক দোল?
কি দোল, কি দোল?
বেক দোল, বেক দোল

দোল দোল, দোল দোল
চেরোপালা বেক দোল
সোজদেবা চাহ্দে দোল,
মেঘচাগা আহ্দে দোল
আগাজর তারা দোল
জুনোপহ্র চাহ্দে দোল
এইল দোল, রাঙা দোল
মুরোহ্‌-মুরিহ্ যদ দোল
গাজ-বাজএ তারুম দোল
ঝর্ঝরি লামে দোল,
রানজুনি খিঝে দোল
বোয়েরান বাঝে দোল
বেলানর ছদক দোল
খেলাঙে পিত্থিমি দোল
দোল দোল, দোল দোল,
মিলিঝুলি বেক দোল
দোলো সেরে নেই দোল
আহ্জিক দোলে ওলোঝোল
সংসারান গদা দোল
মানেয়ুনে নেই দোল,
দোল ফেলেই চেহ্ই দোল
দোল তোগেই বাঝে কোল
ঘর থেলে গিরীহ্ দোল
দোল গিরীহ্র্ সুধোম দোল,
দোল সুধোমে মানুজ দোল
দোল মানুজে জাগা দোল, দেজ দোল
নেই দোল, নেই দোল
দোল সাজি কুজুরো বেগে-
মঝানে-তঝানে

দোল দোল, দোল দোল
কামে-কর্জে বেগে দোল!
সীলে নেইয়্যা ঠাগুর দোল!
বেআকল্যা নেতা দোল!
তুস্যাবলা রেজ্য দোল!
ঘুজ মাঘে বাবু দোল!
কাবর-চুবোরে গুন্ডো দোল!
কু-কাস্যাগী মানুজ দোল!
বেক দোল, বেক দোল!
দারুদিয়্যা জিনিজ দোল!
আজলত্তুন নগল দোল!
দোল দোল, দোল দোল
দোল তোগেই ওল্ঝোল
নেই দোল, নেই দোল
দোল নাঙে ভান্যালৈ-
কাদি যার জিংকানি
যাদন-এত্থন দিনানি,
সমাজ আর দোল নেইয়ার
দেজদুনিয়ে বরবাদ যার
কুদু দোল? কুদু দোল?
চগলা দোলোত্ জনম পোল
===০০০===

র ভেত:
) সোজদেবা=নীলআকাশ
) আহ্জিক=অতি;
) ওলোঝোল=বিভ্রান্ত
) গিরীহ্=পরিবার
) কুজুরো=হিংসুক; কপট
) বেগে=সকলে
) তুস্যাবলা রেজ্য=অত্যাচারী রাষ্ট্র
) কু-কাস্যাগী=দুশ্চরিত্রবান
) দারুদিয়্যা=বিষ মেশানো; ফরমালিন যুক্ত
১০) আজল=খাঁটি
১১) নগল=নকল
১২) ভান্যা=খারাপ
১৩) দেজদুনিয়ে=বিশ্বজগৎ; সংসার
১৪) চগলা=বহিরাবরণ; খোলস
১৫) পোল=পরিলর তেককাবা ধক (পোল=পড়ল)
======================

No comments:

Post a Comment