10 August 2015

এ মনত কদ সবন *বি.বি চাঙমা মেয়েরেগা (১২১)

গীত-২৩

এ মনত কদ সবন
রঙে রঙে নানা রঙ্
চুবে চুবে ভিদিরে
গরে তে কদ’ ঢং।
ও ও ও পরানী
এ মনান তরে চায়
ও ও ও নাগরী
এ মনান তরে চায়।

চোঘে চোঘে কয়োঙ্ তরে
কোচপাঙ মুই তরে,
ন বুঝোচ্ তুই মন’ কধা’নি
ও পরানী...
নদিচ্ ফেলেই মরে চোঘ’ পানি।

নোনেয় গরিহ্ কঙর তরে
একবার কহ্’না কোচপাঙ্ তরে,
ত কোচপানান গদা ঢালিদে মরে
ও পরানী...
আহ্’ঝি খুঝিলোই দে মন ভরি।

                                       ২০০৬

No comments:

Post a Comment